হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজয় দিবসে বিরিয়ানি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হওয়া এ ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩) ও রহমানের ছেলে বাবলু (২০) হিরণের সমর্থক হিসেবে পরিচিত। আহত অন্যজন আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০) ওয়াসিমের অনুসারী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেটি থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। 

আটক চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে আহত সুজনকে আটক দেখিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় তাঁর আঙুল কাটা পড়েছে। নাম পাওয়া অন্যজন হলেন রুবেল।

দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা। আজ সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মারামারির ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত