হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভেতর থেকে উপাচার্য নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে লাগাতার আন্দোলন-কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে যানবাহন আটকে দেন। 

আন্দোলনকারী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে জ্যেষ্ঠ কোনো অধ্যাপককে ভিসি নিয়োগের দাবি জানাচ্ছেন। অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা। 

গতকাল শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও জাকির হোসেন রোডে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী ৪ দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগের ফাইল রেডি করা হয়েছে বলে শিক্ষার্থীদের কাছে তথ্য আসে। এর পর থেকে বিক্ষোভে নামেন তাঁরা।

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সমর্থন দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের