হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাড়তি দামে ডিম বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডিমের বাজারে অভিযান চালিয়ে ৯ প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর চকবাজার ও নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়াও ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ, চকবাজার ও নিউমার্কেট বাজার ব্যবসায়ী সমিতির নেতা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানের আগে এ সকল এলাকায় ৫৫ থেকে ৬০ টাকা হালি বিক্রি হলেও অভিযানের পরে ৪৮ টাকা হালি বিক্রি হতে দেখা যায়। অভিযানে ব্যবসায়ীদের ভাউচার যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। মাইকিং করে বিক্রেতা ও ক্রেতাদের সচেতনতা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু