হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় পুরোনো মাছঘাটের পাশে নতুন ঘাট তৈরির প্রতিবাদে মানববন্ধন

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আজ সোমবার সকালে সূর্যমুখী মাছঘাট প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন উত্তর পাড়ের ঘাটসংশ্লিষ্ট পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় ৩০ বছরের পুরোনো সূর্যমুখী মাছঘাটের পাশে নতুন ঘাট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও জেলেরা। আজ সোমবার সকালে সূর্যমুখী মাছঘাট প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন উত্তর পাড়ের ঘাটসংশ্লিষ্ট পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আজ সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সূর্যমুখীর এই মাছঘাট তিন দশকের পুরোনো। দীর্ঘদিন ধরে এখানকার ব্যবসায়ী ও জেলেরা শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে আসছেন। হঠাৎ একটি মহল ঘাটের ঠিক পাশে খালের দক্ষিণ পাড়ে নতুন মাছঘাট তৈরি করছে, যা অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংঘাতের সূত্রপাত করতে পারে।

তাঁরা আরও বলেন, নতুন ঘাটটির কার্যক্রম দ্রুত বন্ধ না করা হলে তা ব্যবসায়ী ও জেলে সমাজে বিভাজন তৈরি করবে, যা ভবিষ্যতে বড়ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এই অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক নান্টু, ব্যবসায়ী মো. ইব্রাহীম, মো. শরীফ উদ্দিনসহ অনেকে।

মানববন্ধন উপলক্ষে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী, ঘাটশ্রমিক, খুচরা বিক্রেতা ও জেলে পরিবারের সদস্যরা ঘাট এলাকায় জড়ো হতে থাকেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সূর্যমুখী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন