হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী: ‘ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। ছবি: আজকের পত্রিকা

শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে বিভাজনের সুযোগ নেই। ভালোবাসা ও দেশপ্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করে সামনে এগিয়ে যেতে হবে। আজ শনিবার (২১ জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের খাজুরিয়া বাজারে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ এসব কথা বলেন।

লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৮ বছর ধরে নানা নির্যাতনের শিকার হয়েও শান্ত থেকেছে। তারেক রহমানের আহ্বানে প্রতিহিংসার পথে না গিয়ে বুঝিয়ে দিয়েছে—মানুষ কেন বারবার বিএনপিকে ভালোবাসে।’

লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, ‘খালেদা জিয়া মৃত্যুমুখে থেকেও আপস করেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই হবে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জিলন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের পারুল বেগম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, আব্দুর রহিম জমাদ্দার প্রমুখ।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী