হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার কারাগারে মোহাম্মদ রফিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হাজতি মোহাম্মদ রফিক (২৮) মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। 

কারাগারের জেল সুপার মো. শাহ আলম হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেল সুপার আজকের পত্রিকাকে বলেন, টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর অসুস্থতার খবরে সংশ্লিষ্টরা কারাগারের হাসপাতালে ভর্তি করেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে কারাগার কর্তৃপক্ষ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মো. শাহ আলম আরও বলেন, মৃত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু