হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার কারাগারে মোহাম্মদ রফিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হাজতি মোহাম্মদ রফিক (২৮) মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। 

কারাগারের জেল সুপার মো. শাহ আলম হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেল সুপার আজকের পত্রিকাকে বলেন, টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর অসুস্থতার খবরে সংশ্লিষ্টরা কারাগারের হাসপাতালে ভর্তি করেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে কারাগার কর্তৃপক্ষ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মো. শাহ আলম আরও বলেন, মৃত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত