হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশুকে ধর্ষণের দায়ে দোকানির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় শিশুকে ধর্ষণের দায়ে মো. জামাল (৫৫) নামে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দক্ষিণ পতেঙ্গা এলাকার বাসিন্দা। 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ‘এ মামলার একমাত্র আসামি জামাল এত দিন জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।’ 

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ২০২০ সালের ৭ নভেম্বর আসামি জামালের দোকানে একটি চিপস কিনতে যায়। ওই দিন জামাল শিশুকে ৫০ টাকা এবং চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর দোকানের পেছনে নিয়ে যান এবং সেখানে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলে। তার বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। 

মামলাটিতে তদন্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এতে মো. জামালকে একমাত্র আসামি করা হয়। এই মামলায় চিকিৎসকসহ মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে