হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশুকে ধর্ষণের দায়ে দোকানির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় শিশুকে ধর্ষণের দায়ে মো. জামাল (৫৫) নামে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দক্ষিণ পতেঙ্গা এলাকার বাসিন্দা। 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ‘এ মামলার একমাত্র আসামি জামাল এত দিন জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।’ 

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ২০২০ সালের ৭ নভেম্বর আসামি জামালের দোকানে একটি চিপস কিনতে যায়। ওই দিন জামাল শিশুকে ৫০ টাকা এবং চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর দোকানের পেছনে নিয়ে যান এবং সেখানে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলে। তার বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। 

মামলাটিতে তদন্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এতে মো. জামালকে একমাত্র আসামি করা হয়। এই মামলায় চিকিৎসকসহ মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের