হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ডোবা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী এলাকার একটি ডোবা থেকে সামিয়া আক্তার (১০) ও তার ভাই তাজমুল হোসেনের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত শিশু দুটি সদর উপজেলার চররমণীমোহন ইউনিয়নের চরমেঘা এলাকার নব্যার চরে বসবাসকারী সুজন ঢালীর সন্তান। 

জানা যায়, গতকাল বিকেলে তিন সন্তানকে নিয়ে নৌকায় করে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যান কৃষক সুজন ঢালী। পরে বড় সন্তানকে তাঁর সঙ্গে রেখে সামিয়া ও তাজমুলকে বাড়িতে যাওয়ার জন্য নৌকায় উঠিয়ে দেন। এ সময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করে। ডুবে যায় আশপাশের বিস্তীর্ণ চর এলাকা। কিছুক্ষণ পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

স্থানীয়রা জানান, নব্যার চরে পরিবার নিয়ে বসবাস করেন কৃষক সুজন ঢালী। সম্প্রতি তাঁর প্রতিবেশী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এরই জেরে সুজন ঢালীকে নানা হুমকি-ধমকি দিয়ে আসছিলেন আক্কাছ ব্যাপারীসহ অন্যরা। জমিসংক্রান্ত বিরোধে শিশু দুটিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্বজনেরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। 

শিশু দুটির বাবা সুজন ঢালী অভিযোগ করে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংরা আমার দুই সন্তানকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দিয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।’

এ বিষয়ে ওসি বলেন, শিশু সামিয়া আক্তার ও তার ছোট ভাই তাজমুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাদের হত্যা করেছে, নাকি নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে মারা গেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে