হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে হত্যা মামলার দুই আসামি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বপন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক। অমিত হাসান রিপন সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার পিএস ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা-মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা স্বপনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে স্বপন কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দুজনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি, সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হয়। এ সময় তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা করা হয়। এসব মামলায় আওয়ামী লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ