হোম > সারা দেশ > চট্টগ্রাম

নজর কাড়ছে গোলাপি মহিষ রাজাবাবু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সচরাচর মহিষ হয় কালো রঙের। গোলাপি সাদা মহিষ খুবই বিরল। এমন দুটি গোলাপি রঙের মহিষের এসেছে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক কোরবানির হাটে। 

গত কয়েক দিন ধরে মহিষ দুটি দেখতে উৎসুক জনতার ভিড় করছেন। মহিষটির যে ব্যাপারী এনেছেন তিনি নাম দিয়েছেন ‘রাজাবাবু’। আরেকটির নাম দেওয়া হয়েছে ‘পদ্মা’।

ব্যাপারীর দাবি, একটি মহিষের ওজন ৯ মণ অন্যটির ৭ মণ। ১৫ লাখ টাকায় দুটি মহিষ তিনি বিক্রি করে দিতে চান। তবে এখনো ক্রেতারা আশানুরূপ দাম বলছেন না। 

ব্যাপারী জানান, তিনি মহিষ দুটি এনেছেন সিলেট থেকে। সিলেটে এসেছে ভারত থেকে। 

সাদা মহিষ বা সাদা বাইসন (অনেকে বলেন পিংক বা অ্যালবিনো বাফেলো) হলো আমেরিকান মহিষ। কয়েকটি নেটিভ আমেরিকান ধর্মে এ ধরনের মহিষকে পবিত্র বা আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হয়। প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আচারের সময় এ ধরনের মহিষ রাখা হয়। অ্যালবিনো মহিষ বিভিন্ন শারীরিক অবস্থার কোনো একটি হতে পারে: 

এরা অ্যালবিনো হতে পারে, এ ক্ষেত্রে সারা জীবন ত্বকে কোনো পিগমেন্ট থাকে না। এদের শ্রবণ ও দৃষ্টি সমস্যাও থাকতে পারে। 

এরা সাদা পশমযুক্ত লিউসিস্টিক হতে পারে। তবে অ্যালবিনো মহিষের মতো গোলাপি রঙের পরিবর্তে সাদা পশম ও নীল চোখের হয়। 

একটি বিরল জেনেটিক অবস্থার কারণেও এমনটি হতে পারে। সাদা হয়ে জন্মায়, তবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এক বা দুই বছরের মধ্যে বাদামি রং ধারণা করে। 

এরা বাইসন এবং গরুর সংকরও হতে পারে। সাদা গরু থেকে বংশানুক্রমে সাদা রঙের উত্তরাধিকারী হতে পারে। 

সাদা বা গোলাপি মহিষ অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাইসন অ্যাসোসিয়েশনের ধারণা, প্রতি ১ কোটিতে একটি গোলাপি মহিষ জন্মে। এগুলো প্রাকৃতিকভাবে ঘটে। যদিও বাছাইকৃত প্রজননের (সিলেকটিভ ব্রিডিং) মাধ্যমে সংখ্যা বাড়ানো যেতে পারে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার