হোম > সারা দেশ > চট্টগ্রাম

রকেট অ্যাপে তাৎক্ষণিক ই-রিসিট পাবেন মেটলাইফের গ্রাহকেরা

ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাপে প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে মেটলাইফের গ্রাহকেরা তাৎক্ষণিক ই-রিসিট পাবেন। এই উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন। 

রকেট অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম প্রদানসহ যেকোনো পেমেন্ট বিনা মূল্যে করা যায়। 

চুক্তি সই অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম, হেড অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট এরন মৌসুম সমাদ্দার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট নাহিদ মৌসুমী। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার আবেদুর রহমান শিকদার, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ই-বিজনেস ডিভিশন মেজবাহ উদ্দিন আহমেদ। 

নতুন এ সুবিধা চালু করা নিয়ে মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, ‘আমরা গ্রাহকদের জন্য বিমা অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি, আমাদের গ্রাহকেরা ই-রিসিটের এই ফিচারের মাধ্যমে উপকৃত হবেন।’ 

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন বলেন, ‘দেশজুড়েই ডিবিবিএলের উপস্থিতি রয়েছে। এর ফলে মানুষ সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। আমরা নতুন এ সেবা আনতে পেরে আনন্দিত। এ সেবা দেশজুড়ে রকেট ব্যবহারকারীদের বিমার প্রিমিয়াম প্রদানে সহায়তা করবে।’

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ