হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চলাচলের রাস্তা জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি এলাকাবাসীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল মৌজার খাল শ্রেণিভুক্ত মানুষের চলাচলের রাস্তাটি ভূমিহীনের নামে বন্দোবস্ত না দিয়ে জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এলাকাবাসীর স্বার্থে রাস্তাটি উন্মুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়া, ইসমাইল মিয়া ও আওয়ামী লীগ সভাপতি হাজি আবু তালেব। 

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল মৌজার হালে ৩৩ দাগের খাল শ্রেণিভুক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সম্প্রতি রাস্তাটি শ্রেণি পরিবর্তন করে একটি মহল ভূমিহীনের নামে বন্দোবস্ত নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। 

এই রাস্তা দিয়ে পুরো মহল্লার বৃষ্টির পানি সীমানা খালে গিয়ে পড়ে। ফলে রাস্তাটি বন্দোবস্ত দিলে পুরো মহল্লার জলাবদ্ধতা সৃষ্টি হবে। তাই রাস্তাটি বন্দোবস্ত না দেওয়ার দাবি এলাকাবাসীর। 

বাদে অরুয়াইল ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল মিয়া বলেন, ‘এটা আমার এলাকা। এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে।’ 

এ বিষয়ে পাকশিমুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘এটা খাল না রাস্তা শ্রেণিভুক্ত তা আমি জানি না। এই জায়গাটা বন্দোবস্ত দেবে কিনা তাও আমি জানি না। ইউএনও স্যার বলছেন জায়গাটি দখলমুক্ত করতে। তাই আমি দখলদারদের জায়গাটি পরিষ্কার করতে বলেছি।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে