হোম > খেলা > অন্য খেলা

দল ঘোষণা করেই বাংলাদেশ শুনল বিশ্বকাপ স্থগিতের খবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী কাবাডি দল। ফাইল ছবি

নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।

জুনে ভারতের বিহারে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু পরিবর্তন করে নেওয়া হয় হায়দরাবাদে। সেখানে ৩-১০ আগস্ট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের যাওয়ার কথা ছিল ১ আগস্ট। কিন্তু বিকেলের দিকে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন পাঠানো বার্তায় বিশ্বকাপ স্থগিতের খবর পায় ফেডারেশন।

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন জানায়, অংশগ্রহণকারী দলগুলোর বিবরণ সময়মতো জমা না দেওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সময় লেগেছে। এর ফলে নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে রুপালিকে অধিনায়ক করে দল সাজায় ফেডারেশন। সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের কাবাডি নারী দলে অনেক খেলোয়াড় অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। তেমনি একজন হচ্ছে সিনিয়র রুপালি। এ বিশ্বকাপের মাঝেই সে কাবাডিকে বিদায় জানাবে। অধিনায়ক করে আমরা তাকে সম্মানিত করতে চাই।’

প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে, বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব ১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘মেয়েদের দলের পর পর্যায়ক্রমে ছেলেদের কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। ভবিষ্যতের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে কাবাডি ফেডারেশন। প্রথমে আমরা প্রত্যেক খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে দিচ্ছি।’

২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা