হোম > খেলা > অন্য খেলা

৫১ বছর পর টেস্ট সিরিজের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

কাবাডিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সৌজন্য

৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।

কাবাডিতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেপালের বিপক্ষে কখনোই হারের ইতিহাস নেই বাংলাদেশের। পল্টন মাঠে শুরু থেকেই নেপালকে চেপে ধরেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রথমার্ধ শেষ করেন ২৮-১১ ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর অবশ্য নেপালের খেলায় ধার বাড়ে কিছুটা। তবে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর। নেপালকে ধবলধোলাই করার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘নেপাল অবশ্যই ভালো দল। তারা যথেষ্ট চেষ্টা করেছে, পূর্ণ শক্তি নিয়ে এসেছে। তবে আমরা সুন্দরভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। অবশ্যই নেপালকে ধবলধোলাই করতে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৯৭৪ সালে ঢাকায় প্রথমবার ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ