হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ড আর কাগুজে বাঘ নয়!

বড় কোনো টুর্নামেন্টে ইংল্যান্ড একটু ভালো খেললেই একই সুরে ব্রিটিশ সংবাদমাধ্যম আর ইংলিশ ভক্ত-সমর্থকেরা গাইতে শুরু করে, ইটস কামিং হোম! ব্রিটিশ মিডিয়ার অতিপ্রচারে বিশ্লেষকেরা কখনো কখনো বলেন, ইংল্যান্ড দলটা কাগুজে বাঘ। কাগজেই যত তর্জন-গর্জন। বাস্তবে তাদের দৌড় সর্বোচ্চ সেমিফাইনাল!

গত ৫৫ বছরে কখনোই বড় টুর্নামেন্টে ফাইনালে না ওঠা ইংল্যান্ডের পাশে কাগুজে বাঘ তকমাটা প্রায় সত্যিই হয়ে গিয়েছিল। কিন্তু কাল সেই ধারণাটা প্রায় ভেঙে দিয়েছে সাউথগেটের দল। আর এতেই কেনদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়েছে  সমর্থক আর ব্রিটিশ সংবাদমাধ্যমে। গার্ডিয়ানের প্রধান শিরোনাম, ‌'ইংল্যান্ডস স্বপ্ন দেখছে, ’৬৬–এর পর ফাইনাল অপেক্ষা করছে’। ডেইলি মেইল তো সেই সৃজনশীলতা দেখিয়ে  লিখেছে, ‌‘কেন (Kane) ইউ বিলিভ ইট!’ ডেইলি এক্সপ্রেসের প্রধান শিরোনাম, ‘...এবং অবশেষে’। দ্য সান লিখেছে, ‌‘সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি’।

ব্রিটিশদের এই উচ্ছ্বাস অযৌক্তিক নয়। ৫৫ বছর আগে ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর থেকে আর কোনো বড় শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। শিরোপা জেতা দূরের কথা বিশ্বকাপ কিংবা ইউরোর ফাইনালেও উঠতে পারেনি ইংলিশরা। অবশেষে সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে গ্যারেথ সাউথ গেটের দল। তবে ফাইনালে পৌঁছেও ভক্ত-সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না; বরং এখন তাঁর উদযাপন খুব পরিমিত। 

ফাইনালে যে প্রতিপক্ষ রবার্তো মানচিনির দুরন্ত ইতালি। যে দল আবার টানা ৩৩ ম্যাচ অপরাজিত। শিরোপার অন্যতম বড় দাবিদার। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে সাউথগেটের একটু সাবধানি হওয়াটাই স্বাভাবিক। কাল জয়ের পর সংবাদ সম্মেলনে সাউথগেট বলেছেন, ‘আমরা ফাইনালে উঠতে পেরেছি। এটা অবশ্যই খুবই আনন্দের বিষয়। তবে আমাদের এখনো একটা বড় বাধা পেরোনো বাকি। ইতালি দুর্দান্ত দল। ওদের রক্ষণে দুই যোদ্ধা আছে। তা ছাড়া পুরো দলই  ভালো ছন্দে আছে। ফাইনালে আমরা একটা দারুণ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি।’

ইতালির সঙ্গে ম্যাচটা কতটা কঠিন সেটি সাউথগেটের ভালোই জানা আছে। তবে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী সাউথগেট, ‘আমরা সবাই জানি ইতালির বিপক্ষে কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছি। শিরোপা জিততে আর মাত্র একটি জয় দরকার।’

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে