হোম > খেলা > ফুটবল

দেশের ফুটবলকে এগিয়ে নিতে ব্রাজিলকে পাশে চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

ব্রাজিলের কোনো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটা প্রথম বাংলাদেশ সফর হওয়ায় মাউরো ভিয়েরার এই সফরের বিশেষ তাৎপর্য আছে। মাউরো ভিয়েরার এই সফরের আলোচিত একটি বিষয় ছিল বাংলাদেশের ফুটবলও। যদিও চুক্তিতে কী কী বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটার দেখভাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে, এবার ভিয়েরার সফরে ফুটবল নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে আগ্রহ আছে ব্রাজিলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জানতে চাওয়া হয়েছিল, চুক্তি হলে তাদের দাবি-দাওয়া কী থাকতে পারে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা যথেষ্টই চেয়েছি। কিন্তু চুক্তি মূলত আগেই প্রস্তুত করা হয়েছে। ব্রাজিল যতটুকু দিতে চাইবে, চুক্তিতে ততটুকুই উল্লেখ করা থাকবে। এটা মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আমাদের বলা হয়েছিল আমরা আরও কিছু যোগ করতে চাই কি না। আমরা কোচ, একাডেমি, প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। বিশেষ করে ব্রাজিলের বয়সভিত্তিক নারী-পুরুষ দলকে নিয়মিত যেন বাংলাদেশে খেলতে আসে। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো বাংলাদেশে খেললে সেটা আমাদের বড় উপকার হবে।’

ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দেখা হয়েছিল একবারই। ১৯৯০ সালে সুইডেনে গোথিয়া কাপে ব্রাজিল অনূর্ধ্ব-১৪ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই দলে ফুটবলারদের বয়স নিয়ে বাংলাদেশেই উঠেছিল বিতর্ক।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার