হোম > খেলা > ফুটবল

কোপার ফাইনালের মতো নেইমারদের হারাতে চান লাওতারো

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ড্রয়ের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি-লাওতারোরা। ভেনেজুয়েলার ম্যাচের পর নেইমারদের হারাতে দারুণ আত্মবিশ্বাসী লাওতারো।

আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মতো এই ম্যাচেও সেলেসাওদের হারাতে চান স্ট্রাইকার লাওতারো। ম্যাচ শেষে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে। এটা নিঃসন্দেহে অন্যরকম হবে, আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছি। তাদের বিপক্ষে একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’

লাওতারো নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আজ দলের পক্ষে প্রথম গোলটাও করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়ে খুশি লাওতারো। বলেছেন, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। এর থেকেও বড় ব্যাপার আর্জেন্টিনার জয়। আপনাকে সব সময় দলের কথা চিন্তা করতে হবে।’

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১৫ গোল করেছেন লাওতারো। এর মধ্যে গত কোপায় ৫ গোল করে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না তিনি। দলের জয়টা তাঁর কাছে সবার আগে। আজ ম্যাচ শেষেও দলের জয় নিয়ে বলেছেন, ‘৩ পয়েন্ট পেয়ে খুশি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। গোলের পর আমরা মানসিকভাবে চাঙ্গা ছিলাম।’

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর