প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির খেলার দুই বছর হতে চলল। তবে এখনো নতুন চুক্তি হয়নি পিএসজির সঙ্গে। মেসির ভবিষ্যৎ নিয়ে তাই চলছে নানা রকম জল্পনা-কল্পনা। আর্জেন্টাইন এই তারকার পরবর্তী ঠিকানা নিয়ে ‘বিশেষ তথ্য’ জানেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক শেপ মেসিং।
অ্যাপল এমএলএস থ্রি সিক্সটি শোতে এসেছেন মেসিং। এই অনুষ্ঠানে মেসির মেজর লিগ সকারে যাওয়ার কথা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক। বিখ্যাত এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘এটা হচ্ছে এবং খুব শিগগিরই এটা হচ্ছে।’
মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন। এমএলএস কমিশনার ডন গার্বার কয়েকদিন আগে মেসিকে নেওয়ার কথা জানিয়েছিলেন। ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে গার্বার বলেছিলেন, ‘আপনারা খুব সম্ভবত ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে নেওয়ার চেষ্টা করছেন। যদি মায়ামিতে আসার গুঞ্জন শোনা যায়, তাহলে তো ভালো।’ এছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলালও পেতে আগ্রহী। এমনকি সাবেক ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে।