হোম > খেলা > ফুটবল

লিগ কমিটি থেকে অব্যাহতি চাইলেন সালাম মুর্শেদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততায় লিগ কমিটির দায়িত্বকে চাপ মনে করছেন ১৩ বছর ধরে এই পদে থাকা সাবেক ফুটবলার।

আগামী বছর জাতীয় নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা খুলনায় ব্যস্ত সময় পার করতে হবে সালাম মুর্শেদিকে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনভয় গ্রুপ নিয়েও আছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে লিগ কমিটিতে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে আজ লিগ কমিটির সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন সালাম মুর্শেদি। নিজের পদত্যাগপত্র এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমাও দিয়েছেন তিনি। নির্বাহী কমিটির সভায় ঠিক হবে সালাম মুর্শেদির থাকা-না থাকার বিষয়টি।

সালাম মুর্শেদি বলেছেন, ‘বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদানের পর সভাপতি সাহেবকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না! তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? তখন আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় নিয়মিত যেতে হয়। তখন উনি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করব।’ 

তিনি আরও বলেন, ‘আজ আমি সভাপতিকে জানিয়ে দিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, ‘আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’

লিগ কমিটির পাশাপাশি রেফারিজ ও ফিন্যান্স কমিটির দায়িত্বে আছেন মুর্শেদি। তবে এ দুই পদে খুব বেশি চাপ না থাকায় এসব পদে নিজের অবস্থান ধরে রাখবেন তিনি।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’