হোম > খেলা > ফুটবল

অবসরের পর রদ্রিগোর গায়ে ১০ নম্বর জার্সি দেখতে চান নেইমার

ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন স্বয়ং পেলে। ফুটবলের রাজা ছাড়াও ব্রাজিলের হয়ে এই ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। সময়ের পালাক্রমে এই জার্সি পরে এখন খেলছেন নেইমার।

নেইমারের অবসরের পর কার গায়ে উঠবে এই ১০ নম্বর জার্সি? ব্রাজিলিয়ান তারকা ইচ্ছে পোষণ করেছেন, তাঁর অবসরের পর রদ্রিগোর গায়ে এই জার্সি তিনি দেখতে চান।

ইউটিউবে এক আলাপচারিতায় রদ্রিগো নিজেই এ কথা জানিয়েছেন। নেইমারের এই চাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২১ বছর বয়সী রিয়াল তারকা বলেন, ‘‘নেইমার আমাকে বলেছিলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার।’ এর জবাবে আমি তাকে কী বলব তা বুঝতে পারছিলাম না। বিব্রত হয়ে হেসে দিয়েছিলাম এবং ঠিক কী বলতে হবে তা জানা ছিল না।”

নেইমার তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগোর খেলা দেখে মুগ্ধ হয়েই তাঁকে এ কথা বলেছেন ৷ সাম্প্রতিক সময়ে রদ্রিগোও মুগ্ধ হওয়ার মতোই পারফরম্যান্স করেছেন। রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রদ্রিগো।

গেল মৌসুমে রিয়ালের হয়ে  সব মিলিয়ে ৪৯ ম্যাচে রদ্রিগো গোল করেছেন ৯টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। জাতীয়  দলে এর মধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচ। কাতার বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা আছে এই ফরোয়ার্ডের।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী