হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি একজন ‘পুলিশ ইন্সপেক্টর’

স্টেডিয়াম ৯৭৪–এ বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের জন্যও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হেরে গেলে রবার্তো লেভানডফস্কির দলকে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলের দিকে।

পোল্যান্ডের বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা। ড্র করলে লিওনেল মেসিদের ভাগ্যও নির্ধারণ হবে সৌদি-মেক্সিকো ম্যাচের ফলের ওপর। যদি আর্জেন্টিনা হেরে যায়, এখানেই শেষ হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের এবারের বিশ্বকাপ অভিযান। হয় তো আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানতে পারেন মেসিও!

গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ড্যানি ডেসমন্ড মেকেলিয়ে। যিনি এক সময় নেদারল্যান্ডসের পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ফুটবলকে ভালোবেসে রেফারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। মেকেলিয়ে ২০১১ সালে ফিফার তালিকভুক্ত রেফারি হন।

মেসিদের ম্যাচে মেকেলিয়ের সহকারী ম্যাচ পরিচালক হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ।

মেকেলিয়ে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন। তিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে সহকারী ভিডিও রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ইউরোপা লিগ ২০১৯-২০ মৌসুমে সেভিয়া-ইন্টার মিলানের মধ্যকার ফাইনালেও মূল রেফারি ছিলেন।

ইউরো-২০২০ এর সেমিফাইনালে ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মেকেলিয়ে। চলতি বিশ্বকাপে স্পেন-জার্মানি ম্যাচও পরিচালনা করেছেন এই ডাচ রেফারি।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন