হোম > খেলা > ফুটবল

বর্ণবাদ নিয়ে লা-লিগার উদাসীনতায় হতাশ ব্রাজিলিয়ান তারকা

বর্ণবাদ সমস্যা ক্রীড়াঙ্গনে নতুন কোনো ঘটনা নয়। ইউরোপীয় লিগগুলোতে এ ব্যাপারে অভিযোগ শোনা যায় হরহামেশাই। ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র বর্ণবাদের ব্যাপারে লা-লিগার প্রতি হতাশা ব্যক্ত করেছেন। 

গত পরশু হোসে জোরিল্লা স্টেডিয়ামে মুখোমুখি হয় রিয়াল ভায়াদোলিদ-রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছিল মাদ্রিদ। এই ম্যাচে ভক্ত-সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস। ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার বলেন, ‘বর্ণবাদীরা নিয়মিত খেলা দেখতে আসছে। লা লিগা তাদের ব্যাপারে কিছুই করছে না। আমি আমার মাথা উঁচু করে চলব এবং জয় উদ্‌যাপন করব।’ 

লা লিগার এক মুখপাত্র এ ব্যাপারে জানিয়েছেন, লিগে কোনো ঘৃণামূলক বক্তব্যের জায়গা নেই। লা লিগা কর্তৃপক্ষ বলেছে, আমরা গত রাতের ম্যাচটা খতিয়ে দেখছি এবং এসব ঘটনায় ক্লাবের সঙ্গে আমরা কাজ করব এবং দোষীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। সামাজিক মাধ্যমে বর্ণবাদীদের নিয়ে আপলোড করা ভিডিওগুলো ক্ষতিয়ে দেখছে এবং আগের মতোই তাদের অভিযুক্ত করা হবে। 

২০১৮ থেকে রিয়াল মাদ্রিদে খেলছেন ভিনিসিউস। এখন পর্যন্ত লস ব্লাংকোসদের জার্সিতে খেলেছেন ১৯২ ম্যাচ। ৪৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪৮ গোলে।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী