প্রিয় দলের খেলা দেখার জন্য গত সমর্থকেরা কত কিছুই তো করে থাকেন। এমনকি অনেকে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। তেমন ঝুঁকি নিয়েই কলোসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেতাফে-বার্সেলোনার খেলা দেখেছেন সমর্থকেরা। স্টেডিয়ামের পাশাপাশি অনেকে খেলা দেখার জন্য চড়ে বসেন গাছে।
তবে এত কিছুর পরও রোমাঞ্চের দেখা পায়নি সমর্থকেরা। গেতাফের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সা। এ নিয়ে লা লিগায় টানা দুই ম্যাচে হোঁচট খেল জাভির দল। এর আগের ম্যাচে কাতালান জায়ান্টরা নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল জিরোনার সঙ্গে।
লিগের শেষ দিকে এসে টানা দুই ম্যাচে ড্র করলেও ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩১ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে গেতাফে।