হোম > খেলা > ফুটবল

রোনালদোদের রোমাঞ্চকর জয়, দাপুটে বার্সা

আগের ম্যাচের মতো দলের জয়ে অবদান রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। উল্টো হলুদ কার্ড দেখার পর তাঁকে উঠিয়ে নিয়েছেন কোচ রালফ রাংনিক। রোনালদো জ্বলে উঠতে ব্যর্থ হলেও রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। 

উত্থান-পতনের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানইউর জয় ৪-২ গোলের ব্যবধানে। একই রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনাও। অন্যদিকে ভ্যালেন্সিয়ার মাঠে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে বার্সা জিতেছে ৪-১ গোলে। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানইউ। তবে এগিয়ে যাওয়ার জন্য ম্যানইউকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে দেন হ্যারি ম্যাগুয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ব্রুনো ফার্নান্দেজ। বিরতিতে যাওয়ার সময় সহজ জয়ই দেখছিল ম্যানইউ সমর্থকেরা। 

ম্যাচের গতি বদলায় দ্বিতীয়ার্ধে। এক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক লিডস। তবে ম্যানইউকে সম্ভাব্য বিপদ থেকে উদ্ধার করেন ফ্রেড ও এলাঙ্গা। ৭০ ও ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করে এই দুজন উদ্ধার করেন ম্যানইউকে। এই জয়ে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ওঠে এসেছে ‘রেড ডেভিল’রা। 

স্প্যানিশ লা লিগায় শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে বার্সা। ভ্যালেন্সিয়ার মাঠে ২৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন অবামেয়াং। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্কি ডি ইয়ং। ৬ মিনিট পর নিজের দ্বিতীয় গোলও আদায় করে নেন অবামেয়াং। এর মধ্যে এক গোল শোধ করে ভ্যালেন্সিয়া। তবে ৬৩ মিনিটে আরও এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পেদ্রি।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি