হোম > খেলা > ফুটবল

এবার কি সত্যি রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে

অবশেষে জল্পনার যেন অবসান হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পেকে! এমনটাই জানাচ্ছেন ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর ক্রীড়া সাংবাদিক সান্তি আউনা। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি জানিয়েছেন আউনা। তাঁর মতে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবে এমবাপ্পে। সম্প্রতি নাকি দুই পক্ষের একটি চুক্তিও হয়েছে এমনটিও জানিয়েছেন ফুট মেরকাতোর ক্রীড়া সংবাদিক। 

শুধু আউনাই নন, আগামী মৌসুমে রিয়ালে এমবাপ্পের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সামাজিক মাধ্যমে রোমানো জানিয়েছেন, ২০২৪ সালের গ্রীষ্মে ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। এমবাপ্পে-রিয়াল চুক্তি এক শ ভাগ সম্পন্ন। 

দুই ক্রীড়া সাংবাদিকের কথা সত্যি হলে এমবাপ্পে-রিয়াল দুই পক্ষেরই স্বপ্ন পূরণ হবে। কেননা শৈশব থেকেই লস ব্ল্যাঙ্কোসে খেলার স্বপ্ন দেখে আসছেন ফরাসি ফরোয়ার্ড। আর রিয়ালও ২০১৯ সালে তাঁকে দলে ভেড়ানোর বিষয়ে প্রস্তাবও দিয়েছিল। ২০২২ সালের গ্রীষ্মে তো চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি বাড়ান ফ্রান্স অধিনায়ক। 

এ বছরের জুনে এমবাপ্পের সেই চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টে আবারও নতুন করে স্বদেশি ক্লাব প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। নতুন মৌসুমে স্বপ্নের ক্লাবে যাবেন বলেই হয়তো চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপজয়ী তারকা।

চ্যাম্পিয়নস লিগে জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে