হোম > খেলা > ফুটবল

‘ডাবল সেঞ্চুরিকে’ অসাধারণ অর্জন মনে করেন রোনালদো 

মাইলফলক স্পর্শ করা তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নিয়মিত অভ্যাস। প্রায়ই তাঁকে কোনো না কোনো রেকর্ড গড়তে দেখা যায়। রোনালদোর রেকর্ড গড়ার রাতে গতকাল জয় পেয়েছে পর্তুগাল। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কয়েক মাস আগেই করে ফেলেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড গতকাল প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন। লগারডালসভোলুর স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাইয়ে গত রাতে পর্তুগালের প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। ম্যাচ শুরুর আগেই পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ২০০ ম্যাচ খেলার ক্রেস্ট ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্মারক দেওয়া হয়। ৮৯ মিনিটে গনসালো ইনাকিওর অ্যাসিস্টে গোল করেন রোনালদো। রোনালদোর গোলে ১-০ গোলের জয় পায় পর্তুগাল। ম্যাচ শেষে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আমার কাছে এটা অবিশ্বাস্য অর্জন। এটা দারুণ। আর গোল করে দলের জয়ে অবদান রাখা আরও বিশেষ কিছু।’ 

পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১২৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। এ বছরের ২৩ মার্চ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৯৭তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে যায় এই ম্যাচেই। এই ম্যাচে জোড়া গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর গতকাল ১-০ গোলে জয়ের ম্যাচে ২০২৪ ইউরো বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত পর্তুগাল। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট পেয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন রোনালদোরা।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ