হোম > খেলা > ফুটবল

ম্যানইউতে বেশ উপভোগ করছেন ইংলিশ তারকা

ফুটবল বিশ্বকাপ শেষেই মার্কাস রাশফোর্ড খেলতে নেমেছেন ক্লাব ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাশফোর্ড। ইংলিশ এই লেফট উইঙ্গার জানিয়েছেন, ইউনাইটেডে সময়টা তিনি বেশ উপভোগ করছেন।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট। ফরেস্টকে ৩-০ গোলে হারায় রেড ডেভিলরা। রাশফোর্ড একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। তিনি জানিয়েছেন, গত মৌসুমের চেয়ে এবার দলের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। ইংলিশ এই লেফট উইঙ্গার বলেন, ‘গত মৌসুমের চেয়ে একদম ভিন্ন মানসিকতা দেখা যাচ্ছে। ভিন্ন ধরনের ফুটবল খেলা হচ্ছে। আমার মতে, যখন আপনি দলে থাকবেন না এবং খেলতে আসবেন, তখন দলে আপনাকে ইমপ্যাক্ট রাখতে হবে। আপনি জানেন না যে এর পরে আর কোনো সুযোগ বা গোল দিতে পারবেন কি না। আর এখানে আমি উপভোগ করছি।’ 

চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২১ ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ সেরা খেলোয়াড় হয়েছিলেন। আর সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

দিনের অপর ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি-বোর্নমাউথ।  বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছিল চেলসি। গোল দুটো করেছিলেন কাই হ্যাভার্টজ ও ম্যাসন মাউন্ট।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া