হোম > খেলা > ফুটবল

ম্যানইউতে বেশ উপভোগ করছেন ইংলিশ তারকা

ফুটবল বিশ্বকাপ শেষেই মার্কাস রাশফোর্ড খেলতে নেমেছেন ক্লাব ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাশফোর্ড। ইংলিশ এই লেফট উইঙ্গার জানিয়েছেন, ইউনাইটেডে সময়টা তিনি বেশ উপভোগ করছেন।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট। ফরেস্টকে ৩-০ গোলে হারায় রেড ডেভিলরা। রাশফোর্ড একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। তিনি জানিয়েছেন, গত মৌসুমের চেয়ে এবার দলের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। ইংলিশ এই লেফট উইঙ্গার বলেন, ‘গত মৌসুমের চেয়ে একদম ভিন্ন মানসিকতা দেখা যাচ্ছে। ভিন্ন ধরনের ফুটবল খেলা হচ্ছে। আমার মতে, যখন আপনি দলে থাকবেন না এবং খেলতে আসবেন, তখন দলে আপনাকে ইমপ্যাক্ট রাখতে হবে। আপনি জানেন না যে এর পরে আর কোনো সুযোগ বা গোল দিতে পারবেন কি না। আর এখানে আমি উপভোগ করছি।’ 

চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২১ ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ সেরা খেলোয়াড় হয়েছিলেন। আর সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

দিনের অপর ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি-বোর্নমাউথ।  বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছিল চেলসি। গোল দুটো করেছিলেন কাই হ্যাভার্টজ ও ম্যাসন মাউন্ট।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র