হোম > খেলা > ফুটবল

শিষ্যদের বরখাস্ত করে ব্যথিত স্পেনের কোচ

কোচের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি পেয়েছেন স্পেনের নারী ফুটবলাররা। বেশ কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছেন স্প্যানিশ নারী ফুটবল কোচ হোর্হে ভিলদা। চলতি মাসে সুইডেন ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্পেনের দুটি প্রীতি ম্যাচের আগে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। 

ছেঁটে ফেলা নারী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছেন ভিলদা। স্পেন নারী ফুটবল দলের কোচ জানিয়েছেন, দলের জন্য শতভাগ দেওয়া খেলোয়াড়দেরই তিনি চান। এমনকি এ ঘটনায় তিনি খুব ব্যথিত হয়েছেন। 

ভিলদা বলেন, ‘এই তালিকাটায় আমার সমাধান। এ ছাড়া আমি কোনো সমাধান দেখছি না। যারা এখানে শতভাগ দেবে, তাদেরই আমার রাখতে হবে। আমার খুব খারাপ লেগেছে। এমন বাজে পরিস্থিতি কারোরই প্রাপ্য নয়। বিশ্ব পরিস্থিতিতে এটা খুবই হাস্যকর বিষয়। এ ঘটনা স্প্যানিশ ফুটবলকে খুবই ব্যথিত করেছে। পুরো বিশ্বের জন্য এটা লজ্জাজনক।’ 

ছেঁটে ফেলা ফুটবলারদের তালিকায় অধিনায়ক আইরিন পারদেস ও জেনিফার হারমোসো আছেন। হারমোসো স্পেনের জার্সিতে সর্বোচ্চ ৪৫ গোল করেছেন। 

স্প্যানিশ নারী ফুটবলাররা গত সপ্তাহে বিদ্রোহ করেছিলেন কোচ ভিলদার বিরুদ্ধে। পরে অবশ্য ফুটবলাররা তাঁদের দাবি প্রত্যাখ্যান করেন।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী