হোম > খেলা > ফুটবল

গোলখরা কাটাতে ‘কাউন্সেলিং দরকার’ সাবিনার

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের। মেয়েদের সাফের গত আসরে একাই ৮ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। সেই ঔজ্জ্বল্যের ছিটেফোঁটাও এবার নেই তাঁর পারফরম্যান্সে। দুই ম্যাচে গোল করা তো দূরে থাকুক, গোলের সম্ভাবনা জাগাতেও ব্যর্থ। সাবিনার সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনও বিষয়টি লক্ষ্য করেছেন। তাঁর এমন গোলখরা কাটাতে কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলের কোচের দায়িত্বে থাকা ছোটন আজকের পত্রিকাকে বললেন, ‘আমার মনে হয় সাবিনার কাউন্সেলিং দরকার। সাইকোলজিক্যাল দিক থেকে বিষয়টা ভালোভাবে দেখা দরকার। যত তার সঙ্গে কথা বলা যাবে, যত তাকে চাপমুক্ত রাখা যাবে, তত সে ভালো করবে। আমি যতটুকু দেখলাম—পাকিস্তান ম্যাচে তার একটু জড়তা ছিল। কিন্তু ভারতের বিপক্ষে আমার মতে সে সেরা পারফর্মার। হ্যাঁ, গোলটা হয়তো পায়নি।’

একজন ফুটবলারের কখন কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে—এ বিষয়ে জানতে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ধানমন্ডি আইডিয়াল কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হামিদা নাজের। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘কাউন্সেলিং তখনই দরকার হয়, যখন কোনো খেলোয়াড় মানসিকভাবে বিষণ্ন বা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সে ক্ষেত্রে ওই খেলোয়াড়ের মনোবল বাড়াতে কিংবা অবসাদ কাটাতে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়।’

এদিকে সাবিনার উল্টো পথের পথিক তহুরা খাতুন। কলসিন্দুরের মেসি নামে পরিচিত এই ফুটবলার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের ডিফেন্ডারদের রীতিমতো বোকা বানিয়েছেন। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার হাতে স্মরণ করেছেন ছোটনকে। গতকাল এমনটা শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ ছোটনও, ‘তহুরার প্রতি কৃতজ্ঞ, সে আমাকে স্মরণ করেছে। আসলে আমি বিষয়টা খুব অনুভব করি। তাদের সব ম্যাচ দেখা হয়। আমার শুভকামনা সব সময় তাদের সঙ্গে আছে।’

২৭ অক্টোবর মেয়েদের সাফের সেমিফাইনালে ‘এ’ গ্রুপের সেরা বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের রানারআপ ভুটানের সঙ্গে। যারা কি না গ্রুপ পর্বের দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছে। একই দিন ‘বি’ গ্রুপের সেরা হওয়া নেপাল সেমিফাইনাল খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার