হোম > খেলা > ফুটবল

সতীর্থকে সৌদিতে নিতে ফোন করলেন রোনালদো

আল নাসরে গিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের হাট বসা শুরু করে সৌদিতে। এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিওকে নিতে চাইছে আল নাসর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওতাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওতাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো। 

ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি। 

পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন। আর আল নাসরে রোনালদোর সাত মাস হয়ে গেছে। সৌদি ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও তা আর হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। আর দুটো টুর্নামেন্টের নক আউট রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন রোনালদোরা।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা