হোম > খেলা > ফুটবল

পদত্যাগ করলেন তিতে

কোয়ার্টার ফাইনালে দারুণ খেলেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। টাইব্রেকারে ৪-২ গোলের পরাজয়ে এখানেই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। দলের পরাজয়ের দায় নিয়ে ব্রাজিল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ তিতে।

৬১ বছর বয়সী এই কোচ ম্যাচের পর জানিয়েছেন একটি অধ্যায়ের সমাপ্তির কথা। সাংবাদিকদের তিতে জানান, ‘পরাজয় সব সময়ই যাতনার। কিন্তু আমি এখন শান্তির পথ বেছে নেব। এটি একটি অধ্যায়ের পরিসমাপ্তি।’ 

আরও বছর দেড়েক আগেই তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আবারও সে কথা জানিয়ে দেন তিতে, ‘আমি আরও বছর দেড়েক আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি এখানে শুধু জিততেই আসিনি, এখান থেকে ফিরে গিয়ে থেকে যাব এমন নয়।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিট গোলশূন্য হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোল হলে টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। ব্রাজিলের হয়ে প্রথম টাইব্রেকার শট মিস করেন রদ্রিগো। চতুর্থ শটে মার কুইন হোসের বল পোস্টে লেগে ফিরে এলে জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। 

তিতের পদত্যাগের পর শিগগিরই নতুন কোচ নিয়োগ দেবে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। আগামী জানুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ