হোম > খেলা > ফুটবল

চীনে ম্যাচ খেলতে না পারলেও যুক্তরাষ্ট্রে খেলবে আর্জেন্টিনা

হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলানো হয়নি লিওনেল মেসিকে। তখন বেশ খেপে যায় হংকং সরকার। ফলশ্রুতিতে চীন তাদের মাঠে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল করে দেয়। এরপর আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। 

আইভোরি কোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে চীনের মাঠে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। চীন বাতিল করলেও যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আগের দুই প্রতিপক্ষের মধ্যে এবার থাকছে নাইজেরিয়া। আরেক প্রীতি ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ এল সালভাদর। এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ায় ও লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘প্রথমে লিওনেল স্কালোনির দল ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে খেলবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে খেলবে আর্জেন্টিনা।’ 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে গত পরশু রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি গোল না পেলেও একটি গোল করতে সহায়তা করেছেন। মার্চ মাসে এমএলএসে পাঁচটি ম্যাচ খেলবে মায়ামি। ২,১০,১৬,২৪ ও ৩০ মার্চের পাঁচ ম্যাচে মায়ামির প্রতিপক্ষ অরলান্ডো সিটি, মন্ট্রিয়ল, ডিসি ইউনাইটেড, এনওয়াই রেড বুলস ও নিউ ইয়র্ক সিটি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিদেশ ভ্রমণের ঝক্কি সামলাতে হচ্ছে না। 

মেসির কোপা আমেরিকার প্রস্তুতিতেও এটা অনেক বেশি সাহায্য করবে।  ২১ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলবে আর্জেন্টিনা।  কানাডা-ত্রিনিদাদ প্লে-অফে জয়ী দল হবে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ। ‘এ’ গ্রুপে থাকা আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা।




বোয়াটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর হোঁচট

বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ না, মনে করেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে ‘মৃত্যুকূপে’ ফ্রান্স, এমবাপ্পে-হালান্ড লড়াইয়ের অপেক্ষা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ, যদি...

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে, প্রতিপক্ষ কারা

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

ব্রাজিলের ক্লাবের কাছে পাত্তাই পেলেন না বীতশোক-কাসপাররা

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ