হোম > খেলা > ফুটবল

ক্রীড়া লেখকদের বর্ষসেরা হালান্ড 

ম্যানচেস্টার সিটিতে এসে সময়টা দারুণ কাটাচ্ছেন আর্লিং হালান্ড। ‘গোলমেশিন’ হালান্ড ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। রেকর্ড ভাঙা-গড়ার পুরস্কারও পেয়েছেন তিনি। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন ম্যান সিটির এই স্ট্রাইকার।

নিজেদের ওয়েবসাইটে আজ বিজয়ীদের নাম  ঘোষণা করেছে এফডব্লিউএ। এক বিবৃতিতে এফডব্লিউএ বলেছে, ‘ইংল্যান্ডে উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলা হালান্ড বিশাল ব্যবধানে জিতেছেন। এখন  পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে ৫১ গোল করেছেন। একপর্যায়ে তাঁর সঙ্গে বুকায়ো সাকার সমানে সমানে লড়াই হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ৮২ শতাংশ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন হালান্ড। প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পর থেকে যা সবচেয়ে বড় ব্যবধানে জয়।’

এফডব্লিউএ পুরস্কার জিতে উচ্ছ্বসিত হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ইংলিশ ফুটবলে প্রথম মৌসুমে  ফুটবল রাইটার্সের পুরস্কার জেতা সত্যিই সম্মানের। প্রতিদিনই আমি সেরা হতে চেষ্টা করি। এভাবে সম্মানিত হওয়া আমার কাছে বিশেষ কিছু।’  চতুর্থ ফুটবলার হিসেবে ইংল্যান্ডে প্রথম মৌসুমেই ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ডের (এফডব্লিউএ) পুরস্কার জিতেছেন হালান্ড। এর আগে ১৯৯৫-এ ইয়ুর্গেন ক্লিনসমান, ১৯৯৭-এ জিয়ানফ্রাঙ্কো জোলা এবং ২০২১ সালে দিয়াস এই পুরস্কার পেয়েছেন।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি