হোম > খেলা > ফুটবল

মিয়ামিতে প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত মেসি

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে নতুন শুরু নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকেরা। হতাশ করেননি মেসি। গোল দিয়ে মিয়ামি পর্ব শুরু করলেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি খেলেছিল লিগস কাপ ম্যাচ। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মিয়ামি। আর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। মেসির অভিষেকের ১১ মিনিট পর গোল হজম করে মিয়ামি। ৬৫ মিনিটে ইউরিয়েল আন্তুনার গোলে সমতায় ফেরে ক্রুজ আজুল। ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের অপেক্ষা, তখনই মেসি ম্যাজিক। অতিরিক্ত সময়ের চার মিনিটে ফ্রি-কিকে দারুণ গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মিয়ামি ম্যাচ জেতে ২-১ গোলে। 

মিয়ামিতে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’ 

মিয়ামি পর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন এবং ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস পিএসজির জার্সিতে জিতেছেন মেসি।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন