রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস দুজনই রিয়াল মাদ্রিদ ইতিহাসের কিংবদন্তি। রিয়াল সমর্থকদের কাছে রাউল ও ক্যাসিয়াস নাম দুটো ভীষণ আবেগেরও। অথচ দুই সাবেককে একটা সময় নাকি ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৬ সালের এমনি একটি অডিও রেকর্ড ফাঁস করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফেদেনশিয়াল।
এল কনফেদেনশিয়ালের ফাঁস করা ২০০৬ সালের সেই অডিও রেকর্ডে পেরেজ ক্যাসিয়াসকে নিয়ে বলেছিলেন, ‘সে কোনো মানের গোলরক্ষক না। আমি আর কী বলতে পারি? সে কখনোই ওই রকম পর্যায়ে পোঁছাতে পারবে না।’ রিয়াল সমর্থকেরা ক্যাসিয়াসকে ভালোবাসে—এটি উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘সে আমাদের জন্য চরম ব্যর্থ। কিন্তু সমস্যা হচ্ছে লোকে তাকে ভালোবাসে। তাকে নিয়ে কথা বলে। তাকে সমর্থন দেয়।’
ক্যাসিয়াসকে বড় প্রতারক উল্লেখ করে পেরেজ সেই রেকর্ডে এও বলেন, ‘ক্যাসিয়াস তো বড় প্রতারক! তার সঙ্গে আরেক প্রতারক হচ্ছে, রাউল। এদের কোনো দরকারেই খুঁজে পাওয়া যায় না!’
২০০৬ সালে রিয়ালের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পেরেজ। তখন রিয়ালের খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছিলেন পেরেজ। এই রেকর্ডে উঠে এসেছে সেই সব কথা। খেলোয়াড়দের নিয়ে পেরেজ বলেছেন, ‘তারা সবাই স্বার্থপর! তারা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি তাদের দিয়ে কিছু করাতে চান, আপনি ভুল করবেন। তারা শেষ করে দেবে। আমার এ ধরনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ।’