হোম > খেলা > ফুটবল

‘কেন আমরা চ্যাম্পিয়ন তা মাঠে দেখিয়েছি’

পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যানচেস্টার সিটি একরকম অপ্রতিরোধ্য প্রিমিয়ার লিগে। সর্বশেষ ছয় মৌসুমের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এবারও ব্যতিক্রম হয়নি।

লিগ জয়ের বিষয়ে এত দিন কিছু না বললেও গতকাল ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে মুখ খুলেছেন গার্দিওলা। স্প্যানিশ কোচের মতে, তাঁরা কেন চ্যাম্পিয়ন তা মাঠে দেখিয়েছেন।

গতকাল ব্রাইটনের মাঠে ১-১ গোলে ড্র করার পর গার্দিওলা বলেছেন, ‘আমরা কেন চ্যাম্পিয়ন তা মাঠে দেখিয়েছি। দলগুলোর বিপক্ষে বলসহ কিংবা বল ছাড়া তারা (শিষ্যরা) যা করেছে, তাতে আমরা তীব্রতা বা পরিকল্পনা থেকে এক বিন্দুও সরে আসিনি। এ কারণেই আমরা আবার দেখিয়েছি এই মৌসুমে আমরা কী করেছি। শিরোপা আমরা মাঠেই জিতেছি, কেউ আমাদের তুলে দেয়নি।’

ব্রাইটনের বিপক্ষে গতকাল এগিয়ে থেকেও শেষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানসিটিকে। বরাবরের মতোই গতকালের ম্যাচেও বল পজিশন ধরে রেখে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। লিড এনে দেওয়া গোলটি করেন ফিল ফোডেন। তবে বেশিক্ষণ লিডটি ধরে রাখতে পারেনি তারা। ৩৮ মিনিটে গোলটি শোধ দেন ব্রাইটনের প্রতিপক্ষ জুলিও এনসিসো। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই দলকে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়।

ড্রয়ে মাঠ ছাড়াতে ব্রাইটনের বড় লাভই হয়েছে। ১ পয়েন্ট যে তাদের ইউরোপা লিগের জায়গা নিশ্চিত করে দিয়েছে। প্রতিপক্ষের এমন অর্জনে প্রশংসা করেছেন গার্দিওলাও। সিটি কোচ বলেছেন, ‘অন্যরকম এক ম্যাচ। আনুষ্ঠানিকভাবে ইউরোপা লিগে ব্রাইটনের যোগ্যতা নিশ্চিত হওয়ায় তাদের অভিনন্দন।’

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা