হোম > খেলা > ফুটবল

বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিলেন ওয়েস্ট হ্যামে খেলা কোচ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ পল স্মলি চলে যাওয়ার পর ছয় মাসের বেশি সময় ধরে ফাঁকা ছিল বাফুফে এলিট একাডেমির প্রধান কোচের পদ। দেশি কোচ রাশেদ আহমেদ পাপ্পু কিছুদিন এই পদে থাকলেও তিনিও এখন দেশান্তরি। বাংলাদেশের ভবিষ্যতের ফুটবলারদের দায়িত্ব তাই আরেক ব্রিটিশ কোচের হাতে তুলে দিয়েছে বাফুফে। 

এলিট একাডেমির দায়িত্ব নিতে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন পিটার বাটলার। ঢাকায় এসে চলে গেছেন হোটেল ফার্সে। আগামীকাল সকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একাডেমির দায়িত্ব বুঝে নেবেন পিটার। 

এক বছরের চুক্তিতে এই বছরের শুরুতেই ঢাকায় আসার কথা ছিল পিটারের। তবে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার কারণে ৫৮ বছর বয়সী কোচকে দুই সপ্তাহ পরেই এনেছে বাফুফে। 

বাংলাদেশে এসে আসার আগে আফ্রিকান দেশ লাইবেরিয়ার জাতীয় দলের দায়িত্ব সামলেছেন পিটার। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন এই ব্রিটিশ কোচ। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আরেক আফ্রিকান দেশ বতসোয়ানা দলের কোচ। তাঁর কোচিংয়ে ২০১৬ সালে আফ্রিকার দক্ষিণ অঞ্চলের দেশ কোসাফা কাপের ফাইনালে খেলেছে বতসোয়ানা। ২০১৫ সালে খেলেছে এই টুর্নামেন্টের সেমিফাইনালে। 

খেলোয়াড় হিসেবে পিটারের প্রোফাইল বেশ সমৃদ্ধ। খেলতেন মিডফিল্ড পজিশনে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের হয়ে ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দুই মৌসুমে খেলেছেন ৭৮ ম্যাচ। বর্তমানে ইংলিশ দ্বিতীয় স্তরের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের হয়ে খেলেছেন ৬৩ ম্যাচ।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’