হোম > খেলা > ফুটবল

লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে প্রেমে জড়ালেন ফুটবলার

রেফারির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক বরাবরই সাপে-নেউলে। খেলোয়াড়দের প্রায়ই রেফারিকে নিয়ে কিংবা রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রেফারির সঙ্গে খেলোয়াড়ের প্রেম বেশ অস্বাভাবিক ঘটনাই বটে। তাও আবার সেই খেলোয়াড় লাল কার্ড দেখার পর! অবাক করার মতো হলেও এমনটা ঘটেছে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগে। 

ডাচ ফুটবল লিগের চতুর্থ রেফারি শোনা শুখরুলা সম্প্রতি ফুটবলার জেফ হার্ডেভেল্ডের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় এই দুজন। তবে শুনতে মধুর হলেও এই দুজনের প্রথম দেখাটা খানিকটা অস্বাভাবিকই ছিল। 

ডাচ দ্বিতীয় বিভাগে এফসি ইমেন ও এফসি আইন্দোভেনের ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন শোনা। সেই ম্যাচে ইমেনের হয়ে খেলছিলেন হার্ডেভেল্ড। তবে আইন্দোভেনের বিপক্ষে ইমেনের ১-০ গোলে সেই হারা ম্যাচে হার্ডেভেল্ডের বিপদ আরও বাড়ে লাল কার্ড দেখে। 

তবে সেই কার্ডই হার্ডেভেল্ডের জীবনে শাপে বর হয়ে এসেছে। কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই প্রথম তাঁর সঙ্গে দেখা হয় রেফারি শোনার। সেই দেখাতেই একে অপরকে মনে ধরে যায়। আর পরে তা গড়িয়েছে প্রেম পর্যন্ত। সম্প্রতি নিজেদের যুগল ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন শোনা ও হার্ডেভেল্ড। 

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন