হোম > খেলা > ফুটবল

চুমু দেওয়ায় এবার দৃষ্টান্তমূলক শাস্তি চান হারমোসোও

স্পেনের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি সমালোচনা চলছে চুমু কাণ্ড নিয়ে। চুমু কাণ্ডের ঘটনায় ক্ষমা চেয়েও যে পার পারছেন না লুইস রুবিয়ালেস। 

রুবিয়ালেস যাঁকে চুমু দিয়েছেন এবার সেই জেনিফার হারমোসো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন। ঘটনার তিন দিন পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার। 

স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রোকে’ নিয়ে যৌথ বিবৃতিতে হারমোসো বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষায় এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করছে ইউনিয়ন ফুটপ্রো এবং তারাই এ বিষয়ে কাজ করছে। এমন আচরণ করে যেন কেউ পার না পায়, সেটি সুনিশ্চিত করতেই আমরা কাজ করছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা হয়, এটিই আমাদের লক্ষ্য।’ 

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট পদের মতো এমন গুরুত্বপূর্ণ পদে থেকে এই কাণ্ড পছন্দ হয়নি কারও।

দেশ-বিদেশের বিভিন্ন কটু বাক্যবাণ তো আছেই, এমনকি এ ব্যাপারে রুবিয়ালেসের ওপর ক্ষুব্ধ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী ইউলান্দা দিয়াজ। সকলের চাওয়া রুবলিয়াসের পদত্যাগ। সোমবার ইয়োলান্দা দিয়াজের সঙ্গে এ নিয়ে বসবে ফুটপ্রো।

জুয়াকাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারেক প্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান