হোম > খেলা > ফুটবল

জানুয়ারিতে রোনালদোকে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড!

সিটির মাঠে বড় পরাজয়ের দিনে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ। তারপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। রোনালদোকে মাঠে না নামানোর ব্যাখ্যাও দিতে হয়েছে টেন হাগকে। ব্যাখ্যায় ইউনাইটেড কোচ বলেছেন, ‘ক্রিস্টিয়ানোকে নামানো হয়নি তার প্রতি ও তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে। আরেকটা সুবিধা নিতে চেয়েছি, অ্যান্থনি মার্শালের মাঠে সময় কাটানোর প্রয়োজন ছিল। সে নেমে দুটি গোল করেছে।’

অবশ্য টেন হাগের এই ব্যাখ্যা গ্রহণ করেননি রোনালদো ভক্তরা। তাদের আশা ম্যাচে রোনালদো থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এমন পরিস্থিতির মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে জানুয়ারিতে উপযুক্ত প্রস্তাব পেলে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ বিষয়ক এক সংবাদ প্রকাশ করেছে। তাতে দাবি করেছে জানুয়ারির দলবদলে উপযুক্ত প্রস্তাব পেলে রোনালদোকে ছেড়ে দিতে চায় ক্লাব। তবে এ বিষয়ে অফিশিয়াল কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

৩৭ বছর বয়সী সিআর সেভেনের দলবদলের গুঞ্জন নিয়ে পুরো সামার ট্রান্সফারই মুখরিত ছিলো। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়ায় আর ক্লাব ত্যাগ করা হয়নি। তবে এবার হবে কী না তা সময়ই বলে দেবে। চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি সিআর সেভেন। ইউরোপা লিগে অবশ্য দুই ম্যাচ খেলে একটি গোল করেছেন  ছয়বারের ব্যালন ডি অর বিজয়ী।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী