হোম > খেলা > ফুটবল

সতীর্থর গোল ঠেকিয়ে ক্ষমা চাইলেন ফাতি 

সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের জালে বল পাঠিয়ে ১-০ গোলে ম্যাচ হেরেছিল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে ২০১০ সালের পর ঘরের মাঠে গোল পোস্ট বরাবর কোনো শট ছাড়াই লজ্জার রেকর্ড নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। 

স্বাগতিক রিয়াল মাদ্রিদ হারতে পারত ২-০ ব্যবধানে। ম্যাচের ৭১ মিনিটে বার্সা ফুটবলার ফ্র্যাংক কেসিকে আনমার্ক করা অবস্থায় পেয়ে যান ফেরান তরেস। ফাঁকা গোল পোস্টে লক্ষ্য বরাবর শটও নিয়েছিলেন কেসি। কিন্তু বিধিবাম! আনসু ফাতির ভুলে কেসির নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। কেসির শট জালে জড়ানোর আগে ফাতির পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। পায়ের সঙ্গে বলের স্পর্শ ঠেকাতে লাফ দিলেও ব্যর্থ হয়েছেন ফাতি। 

নিশ্চিত গোলের সুযোগ মিস হওয়ায় সতীর্থের ওপর বিরক্ত হলেও ম্যাচ শেষে কেসির রাগ কমে যায় বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্ডো ডেপোরতিভো।’ ম্যাচ শেষে কেসির কাছে ক্ষমা চেয়েছিলেন ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা ফুটবলার। ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে বার্সায় যোগদানের প্রথম দিন থেকেই ফাতির সঙ্গে ছোটোভাই সুলভ সম্পর্ক কেসির। 

গত মৌসুমে চোট কাটিয়ে ওঠার পর নিজেকে হারিয়ে খুঁজছেন উঠতি এই তারকা ফুটবলার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ফাতি খেলেছেন ৩৫ ম্যাচ। করেছেন ৬ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। 

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র