হোম > খেলা > ফুটবল

কোচ বরখাস্ত না হলে খেলা ছেড়ে দেবেন স্প্যানিশ নারী ফুটবলাররা

কোচের বিরুদ্ধে একরকম ‘বিদ্রোহের ঘোষণা’ দিয়েছেন স্প্যানিশ নারী ফুটবলাররা। কোচ হোর্হে ভিলদা পদত্যাগ না করলে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ১৫ জন নারী ফুটবলার। ফুটবলাররা দাবি করেছেন, ভিলদার সময় তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ঘটনাটা স্পোর্টিংয়ের চেয়ে মর্যাদার ব্যাপারে পরিণত হয়েছে। ব্যাপারটা অগ্রাহ্য করার মতো নয়। পুরুষ ও নারী ফুটবলের ইস্যুতে এমন ঘটনা কখনোই ঘটেনি। স্পেন এবং বিশ্বের কোথাও ঘটেনি। জাতীয় দলের দরকার দায়িত্বশীল ফুটবলার, যারা দেশের জার্সি পরে গর্ববোধ করেন এবং মর্যাদা রক্ষার্থে সচেষ্ট থাকেন।

সংস্থাটি অবশ্য বলেছে, জাতীয় দলের কোচের চাকরি নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারে তারা খেলোয়াড়দের অনুমতি দেয় না। এমনকি আরও বলেছে, যাঁরা জাতীয় দলের হয়ে খেলতে চাইবেন না, তাঁদের আড়াই বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

২০১৫ নারী ফুটবল বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে স্পেন টুর্নামেন্ট শেষ করেছিল। এ কারণে তৎকালীন কোচ ইগনাসিও কুয়েরেদা পদত্যাগ করেছিলেন। কুয়েরেদার পর দলটির দায়িত্ব নেন ভিলদা। ভিলদার অধীনে ২০২২ নারী ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেলে স্পেন।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ