হোম > খেলা > ফুটবল

জয়রথ ছুটছে আর্সেনালের, আবারও হোঁচট খেল ইউনাইটেড

প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে নর্থওয়েস্ট ডার্বিতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে উড়ে গিয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। তবে ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইউনাইটেড। কিন্তু গতরাতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা। 

টেন হাগের শিষ্যদের ম্যাচের অধিকাংশ সময় খেলতে হয় ১০ জন নিয়ে। কার্লোস আলকারাজকে ফাউল করলে রেফারি ভিএআর পরীক্ষা করে লাল কার্ড দেখান কাসেমিরোকে। খর্বশক্তি হয়ে পড়ার পর নিজেদের রক্ষণ সামলে সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইউনাইটেড। ড্র করলেও ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রেড ডেভিলরা। 

লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহামকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ২১ মিনিটে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মাগালহেস। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ফুলহামের জালে তৃতীয় বলটি পাঠান মার্টিন ওদেগার্ড। সতীর্থদের তিনটি গোলেই অ্যাসিস্ট করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

 এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জিতল আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল আর্তেতার দল।

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক