গত কয়েক দশকে ইউরোপীয় ক্লাবগুলোতে অর্থের ঝনঝনানি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। এই সময়ে ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে পানির মতো টাকা ঢেলেছে। এর মধ্যে অর্থ খরচের দিক থেকে সবচেয়ে বেশি শোনা গেছে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম।
গত এক দশকে ক্লাব মালিকের কাছ থেকে অর্থ নেওয়ার দিক থেকে পিছিয়ে আছে এই দুই ক্লাব। সাফল্যে পিছিয়ে থাকলেও ২০১১-১২ থেকে ২০২০-২১ সালের মধ্যে মালিকের কাছ থেকে সবচেয়ে বেশি তহবিল পেয়েছে ইন্টার মিলান ও এসি মিলান। চার ও পাঁচ নম্বরে আছে সিটি ও পিএসজি। এই সময়ে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এই তালিকার প্রথম ১৪-এর মধ্যে নেই।