হোম > খেলা > ফুটবল

কর্মকর্তাদের ভিড়ে বসার জায়গাই পেলেন না সাবিনা-ছোটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাঁদের নিয়ে সংবাদ সম্মেলন, বসার জায়গাই পেলেন না তাঁরা। শিরোপা জিতে যাঁরা এনে দিলেন আনন্দের উপলক্ষ, কর্মকর্তাদের চেহারা দেখানোর ভিড়ে তাঁরাই হয়ে গেলেন ব্রাত্য!

কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টার বিমানযাত্রা শেষে দুপুর ২টার কিছু আগে দেশে পৌঁছান সাফজয়ী নারী দলের সদস্যরা। উপচে পড়া ভিড়ের কারণে বিমানবন্দরে বাতিল করা হয় ফুটবলারদের সংবাদ সম্মেলন। বেলা ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হোন ফুটবলাররা। চার ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় যখন বাফুফে ভবনে পৌঁছে বাস, ফুটবলারদের চোখে তখন রাজ্যের ক্লান্তি। 

এই ক্লান্তির কারণে অধিকাংশ ফুটবলারই চলে যান নিজ নিজ কক্ষে। সংবাদ সম্মেলনের জন্য নিচতলায় রয়ে যান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, সানজিদা আক্তারসহ দলের কয়েক সদস্য। 

শিরোপাজয়ী নারীদের কথা শোনার অপেক্ষায় দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন সংবাদকর্মীরা। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে ফুটবলার-কোচ কথা বলার সুযোগ পেলেন কম। বসার মতো সুযোগ পেলেন এর চেয়েও কম। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে। যাঁদের অর্জন, সেই ফুটবলারদের গুণকীর্তন করতে গিয়ে সময়ের অধিকাংশটাই নষ্ট করলেন কর্মকর্তারা। 

উল্লেখিত বিষয় হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বাফুফে ভবনে অপরিচিত মানুষদের চেহারাই বেশি দেখা গেছে। অনাহূত এই মানুষদের আটকাতে ব্যর্থতাই দেখিয়েছে বাফুফে। তাদের কোলাহল ও ভিড়ে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গাই পাননি ফুটবলাররা। বাতাস বন্ধ কক্ষে অসুস্থ বোধ করায় সাবিনা বাদে বাকি ফুটবলাররা সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বের হয়ে যান। যাওয়ার সময় এক ফুটবলার বলে গেলেন, ‘এর চেয়ে মাঠের গরমেই মরা ভালো!’

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া