খেলার মাঠে জ্লাতান ইব্রাহিমোভিচের শ্রেষ্ঠত্ব কারোরওই অজানা নয়। মাঠের নৈপুণ্যের বাইরে মুখের কথার জন্যও বরাবরই বিখ্যাত ইব্রা। এমনকি একাধিকবার তিনি নিজেই নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন। তবে এই সুইডিশ তারকার আরও একটি শখ আছে। বিলাসবহুল গাড়ি সংগ্রহ করতে বেশ ভালোবাসেন।
কদিন আগেও এই গাড়ি নিয়েই আরেকবার আলোচনায় এসেছেন ইব্রাহিমোভিচ। নিজের ৪০তম জন্মদিনে নিজেকেই ৪ লাখ পাউন্ডের গাড়ি উপহার দিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। একনজরে দেখে নেওয়া যাক ইব্রার সংগ্রহে থাকা বিলাসবহুল কিছু গাড়ি।