হোম > খেলা > ফুটবল

প্রেমিকা ও বোনকে নিয়ে সমুদ্রে জলকেলিতে মত্ত নেইমার

ক্লাব ফুটবলের মৌসুম শেষেই মাঠে নেমে যেতে হয়েছিল জাতীয় দলগুলোকে। সেই পর্ব শেষ করে এবার কিছুটা অবসর পেলেন ফুটবলাররা। সেই অবসরে মিয়ামিতে ছুটি কাটাতে গেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। এই ভ্রমণে নেইমারের সঙ্গী হয়েছেন বোন রাফায়েলা এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকর্দি। 

কদিন পরেই ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে আবার। তারপর বিশ্বকাপের লড়াই। খেলোয়াড়েরা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা পাবেন না আর। তাই মিয়ামির সমুদ্রে জলকেলিতে মেতে হাতে পাওয়া অবসরটুকু দারুণ উপভোগ করছেন নেইমার। সমুদ্রের পানিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দাপাদাপির বেশ কিছু ছবিও সামনে এসেছে। 

শুধু নেইমারই নন, সমুদ্রে গিয়ে নিজেদের সময়টাকে দারুণ উপভোগ করেছেন রাফায়েলা ও ব্রুনোও। এ সময় সুইম স্যুটে উত্তাপ ছড়াতেও দেখা গেছে তাঁদের। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ আর্থার মেলো। শুধু সমুদ্রেই নয়, সমুদ্রের বাইরেও আনন্দমুখর সময় পার করতে দেখা গেছে নেইমারদের। 

শুরুতে ব্রুনোর সঙ্গে নেইমারের প্রেম গুঞ্জন আকারেই ছিল। গত ডিসেম্বরে প্রথম জনসমক্ষে আসেন তাঁরা। আর এখন তো চুটিয়ে প্রেম করছেন!  

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী