ক্লাব ফুটবলের মৌসুম শেষেই মাঠে নেমে যেতে হয়েছিল জাতীয় দলগুলোকে। সেই পর্ব শেষ করে এবার কিছুটা অবসর পেলেন ফুটবলাররা। সেই অবসরে মিয়ামিতে ছুটি কাটাতে গেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। এই ভ্রমণে নেইমারের সঙ্গী হয়েছেন বোন রাফায়েলা এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকর্দি।
কদিন পরেই ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে আবার। তারপর বিশ্বকাপের লড়াই। খেলোয়াড়েরা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা পাবেন না আর। তাই মিয়ামির সমুদ্রে জলকেলিতে মেতে হাতে পাওয়া অবসরটুকু দারুণ উপভোগ করছেন নেইমার। সমুদ্রের পানিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দাপাদাপির বেশ কিছু ছবিও সামনে এসেছে।