হোম > খেলা > ফুটবল

ডিপাইয়ের পায়ে বার্সার স্বস্তি

লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। আগের ম্যাচে পয়েন্ট হারানো বার্সা নিজেদের তৃতীয় ম্যাচে গেটাফেকে হারিয়েছে ২-১ গোলে। বার্সার জয়ে আলো ছড়িয়েছেন মেমফিস ডিপাই। জয়সূচক গোলের পাশাপাশি ম্যাচজুড়ে দারুণ খেলেছেন এই ডাচ স্ট্রাইকার।

ন্যু ক্যাম্পে এদিন ম্যাচের শুরুতেই বাজিমাত বার্সার। জর্দি আলভার সহায়তায় মাত্র দুই মিনিটে দলকে লিড এনে দেন সের্গি রবার্তো। লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। স্রোতের বিপরীতে ১৯ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান সান্দ্রো রামিরেজ। সমন্বিত এক আক্রমণে ১৮ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। 

সমতা ফেরালেও বল দখলে বার্সার চেয়ে পিছিয়ে ছিল গেটাফে। তবে পাল্টা আক্রমণ থেকে তারাও চেষ্টা করছিল বার্সাকে চাপে রাখতে। ৩০ মিনিটে অবশ্য ফের লিড নেয় বার্সা। দারুণ এক আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেমফিস ডিপাই। পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি গেটাফে। প্রথমার্ধের বাকি সময়েও বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলে তারা। তবে সমতা সূচক গোলটির দেখা মেলেনি। 

বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। গোলের লক্ষ্যে দুই দলই চেষ্টা চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি। আগের ম্যাচে পয়েন্ট হারানো বার্সা মাঠ ছাড়ে স্বস্তির এক জয় নিয়ে। এ জয়ে পয়েন্ট টেবিলেও আপাতত ৪ নম্বরে অবস্থান করছে রোনাল্ড কোমানের দল।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী