হোম > খেলা > ফুটবল

রোনালদোকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপীয় ফুটবলে দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারা। তাঁদের মধ্যে জোরেশোরে শোনা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। 

নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনা পছন্দ না হওয়ায় এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারায় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাচ্ছেন রোনালদো। তাঁকে দলে ভেড়াতে তৎপর এএস রোমা, বায়ার্ন মিউনিখ, চেলসির মতো ক্লাবগুলো। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনও ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তবে রোনালদোকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহে জল জল ঢেলে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ পরাশক্তিরা পর্তুগিজ মহাতারকাকে সাফ জানিয়ে দিয়েছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে বিক্রি করা হবে না। 

ম্যানইউ কর্তৃপক্ষের দাবি, আগামী মৌসুমেও রোনালদো ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন—এমন প্রত্যাশা তাদের। 

রোনালদোর সঙ্গে আরও এক বছরের চুক্তি আছে রেড ডেভিলদের। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করে দলের সেরা পারফরমার ছিলেন তিনি। তবে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করায় আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যানইউ। 

চ্যাম্পিয়নস লিগ ভুবনের রাজা রোনালদো সে কারণে এমন ক্লাবে যেতে চাইছেন, যে ক্লাব এই টুর্নামেন্টে খেলে থাকে। কিন্তু ম্যানইউ তাঁকে ছাড়তে রাজি নয়। 

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক