হোম > খেলা > ফুটবল

মাদ্রিদে বসে ব্রাজিলের ‘উত্তাপ’ টের পাচ্ছেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক    

২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।

২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে যায়। এরপরই ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে তিতে পদ্যাগ করেন। তিতে চাকরি ছাড়ার পর কোনো কোচই বেশিদিন টিকতে পারছেন না ব্রাজিলে। র‍্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। আর এ বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।

দরিভাল বরখাস্ত হওয়ার পর থেকে প্রধান কোচ খুঁজতে হন্যে হয়ে পড়ে ব্রাজিল। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সিবিএফ ১৪ মাসের চুক্তি করেছে আনচেলত্তির সঙ্গে। মাদ্রিদে গতকাল সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেন,‘ব্রাজিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ২৬ মে পর্যন্ত আমি মাদ্রিদের কোচ। দারুণ যাত্রাটা ভালোভাবে শেষ করতে চাচ্ছি। যা আমি করতে চাই, সেটা নিয়ে তারাও (ব্রাজিল) অনেক আগ্রহী হবে।’

২০২৬-এর জুন পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি ছিল রিয়াল মাদ্রিদের। তবে চুক্তি ফুরোনোর আগে এ মৌসুমের শেষেই মাদ্রিদ ছাড়ছেন তিনি। মাদ্রিদে গতকাল সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আনচেলত্তি জানিয়েছেন, এ ব্যাপারে কোনো উত্তর তিনি দিতে চান না। ইতালিয়ান কোচ বলেন, ‘যখন ক্লাবের সঙ্গে কথা বলব, সেটা ব্যক্তিগত। ফুটবল আমার কাছে রোমাঞ্চের মতো। যার শুরু ও শেষ আছে। রিয়াল মাদ্রিদে এসে যখন আপনি একদিন জানতে পারবেন, আপনার শেষ...শেষটা এখানে ভালোভাবে করতে চাই। পেশাদারত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করব।’

৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। প্রত্যেকেই খেলেছে ৩৫টি করে ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা। এই ম্যাচ রিয়াল হারলে লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, রিয়ালের স্প্যানিশ লিগ জেতার কোনো সম্ভাবনা নেই।

২০২২ বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকায় হতশ্রী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দলটি এখন চার নম্বরে। ১৪ নম্বরে তাদের পয়েন্ট ২১। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শীর্ষে।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান